টেলিটককে কেন চোখ বন্ধ করে ব্যবহার করা যায়?

টেলিটককে কেন চোখ বন্ধ করে ব্যবহার করা যায়?

টেলিটককে চোখ বন্ধ করে Use করা যায়, ভরসা করা যায় মুলত ভয়েস কলের জন্যেই। কোন শর্ত ছাড়াই ৪৭ পয়সা/মিনিট আর ১ সেকেন্ড পালস। [আগামী আর বর্ণমালাতে ৪৫ পয়সা/মিনিট] 💚

বিশেষ করে বাবা-মা বা ঘরের বয়ষ্ক যারা এত প্যাকেজ, রেটকাটারের মারপ্যাঁচ বুঝেন না; তাদেরকে টেলিটক সিম দিলে স্বাশ্রয়ী আর নির্ঝঞ্ঝাট ভাবে কথা বলতে পারবেন। আমার মা -ভাইকে সেকেন্ডারি সিম হিসেবে টেলিটক ব্যবহার করে গত ২ বছর ধরে আরামে আছেন। ১০০ টাকা রিচার্জ করে দিলে অনেক দিন যায়। বন্ধুরা সহ অনেকে দেখলাম Teletalk Use করে। 🙂

দুঃখ একটাই, ইন্টারনেটের সারাদেশে 3G/4G নাই টেলিটক নাই। তবে তারা আগের থেকে অনেক উন্নতি করছে। দেখলাম ৩টা প্রজেক্ট কাজ চলছে দেকলাম আশা করা যায়, সেগুলা কাজ শেষ হলে পুরো দেশে ইউনিয়ন পযার্য়ের 3G/ 4G দিবে 2024 এর মধ্যে।

আমি নিজেও জানি খোদ ঢাকায় অনেক জায়গায় ফোরজি কাভারেজ নেই, তবে এটাও সত্য Teletalk 4G থেকে 3G Speed বেশি এবং নেটওয়ার্ক Stable...

জিপি, রবি- এয়ারটেল, বাংলালিংক  যে অবস্থা স্টুডেন্ট এর জন্য সিমটা মোটেই উপযোগী নয়। রেগুলার Use এর জন্য কম টাকায় ভালো অফার নাই। একজন স্টুডেন্ট এর পক্ষে এসব অপারেটর এর সিমের কলরেট বা ডাটার বার বহন করা সম্ভব না। তাদের কল-রেট এবং জিবির দাম   অনেক বেশি।


আমরা যারা Student আছি। আমি মনে করি টেলিটক নেট সমস্যা হলেও , যেখানে টেলিটক নেটওয়ার্ক 3G/4G আছে সেখানে টেলিটকই বেষ্ট। সেটা জিবি Use করা হোক বা কথা বলার জন্য হোক। ওভার ওল সাশ্রয়ী প্যাকেজ। কলরেট সুবিধা অনেক ৪৫ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট সব সময়, Any amount recharge এ। সব চেয়ে মজার বিষয় হলো যেকোনো এমাউন্ট রিচাজে ব্যালেন্সের মেয়াদ ২০৩০ সাল পযন্ত! 😂 প্রতি মাসে ব্যালেন্সের মেয়াদ বাড়ানোর জন্য রিচাজ করা লাগে না এটা অনেক ভালো লেগেছে , জিবির দাম ও অন্য অপারেটর থেকে অনেক কম!

তাদের স্পেশাল পপুলার জিবি প্যাক হলো :

  • 1/ 2Gb 17 tk Mayed 15 Din,
  • 2/ 10 Gb 149 tk Mayed 30 Din, 
  •  3/ 283 Tk 30 Gb Mayed 30 Din, 
  • 4/ 309 tk 26 Gb mayed unlimited 😍
  • 5/ 159 tk 25 Gb mayed 15 Din ( ২বার নিলে 318 Tk 50 Gb mayed 30 Din, মেয়াদ ক্যারি ফরওয়ার্ড হয়)...

আর কল-রেট তো ৪৫ পয়সা পার মিনিট  আছেই দেশের সবনিম্ন কল-রেট। ❤️ 

সবার উচিত যেখানে টেলিটক নেটওয়ার্ক কাভরেজ 2G/3G/4G আছে টেলিটক Use করা কম টাকায় সব সময় ভালো কিছু অফার করে , এখন সব মোবাইলে ২টা সীম চালানোর অপশন থাকে, So You Can Try It, মাস শেষে অনেক টাকা আপনারই বাঁচবে। 🤠

 #Teletalk

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url