কিভাবে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরী করবেন?
একটি ওয়েবসাইট তৈরী করা অনেক সহজ৷ তবে এই তৈরী করার জন্য অনেকগুলো ধাপ , শাখা বা প্রশাখা আছে বলা যায় আরকি!
ওয়েবসাইট তৈরী করার পদ্ধতি ২টি।তার আগে বলে নেই প্রতিটি পদ্ধতিতেই যা যা লাগবেঃ-
অনলাইন হোস্টিং ও একটা রিকোগনাইজ ডোমেইননেম বা তার সাবডোমেইন।
ওয়েবসাইট তৈরী করার দুটি পদ্ধতি হচ্ছেঃ
- যদি আপনি ডেভেলপার ননঃ ম্যানুয়ালি তৈরী করুন৷
- যদি আপনি ডেভেলপারঃ নিজেরটি নিজে তৈরী করুন৷
[এখানে আপনার নিজের বানানোর উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হলো]
পদ্ধতি-০১:
আপনাকে এক্ষেত্রে ডেভেলপার হওয়ার দরকার নেই! কারণ অনেক সাইট আছে যারা আপনাকে ধাপে ধাপে একটি সাইট তৈরী করে দিবে। এমন সাইট গুলো হচ্ছে- ওয়ার্ডপ্রেস.কম, উইক্স.কম, ব্লগার.কম ইত্যাদি আরো অনেক আছে।
এক্ষেত্রে আপনি সেসকল সাইটে গিয়ে Get Started বা Start Now এ ক্লিক করেই ধাপে-ধাপে আপনাকে একটি সাইট বানিয়ে দিবে এবং খুব সহজে একটি সাইট বানিয়ে ফেলতে পারবেন৷ তারাই সব বুঝিয়ে দিবে৷ মানে শুধু আপনাকে অপসন চয়েজ করতে হবে কি-রকম সাইট চান বা কেমন থিম দিতে চান ইত্যাদি৷ এমনকি তাদের ওয়েব সাইটের কেউ কেউ আপনাকে ফ্রি সাবডোমেইন সেবাও দিবে।
ফলে আপনাকে আর ডোমেইন কিনার প্রয়োজন পরবে না৷ এমনকি ফ্রি হোস্টিং সেবাও, তার সাথে ইনকামের সূযোগ৷ আবার কাস্টমাইজড থিম ও ডোমেইনও এড করতে পারবেন সেগুলোতে।এক হিসাবে আপনার একটি অভিজ্ঞতা হয়ে যাবে কিভাবে কি হয়! পরে আপনা ইচ্ছে হলে সাব-ডোমেইন থেকে আপার নিজস্ব ডোমেন কিনে আরো আপডেট করতে পারেন।
বিগিনার হিসাবে আমার রিকমেন্ডেড : ব্লগার
এবার বলা যাক
পদ্ধতি-২:
এ পদ্ধতির জন্য আপনাকে প্রথমে আগে ওয়েব সাইট ডেভেলপমেন্ট শিখতে এবং এসব এর উপর জ্ঞান থাককে হবে৷ এখানে লিখে আর কতো-টুকু বুঝানো যাবে। যদি প্র্যাকটিকেলি দেখে শিখতে চান৷ তাহলে ইউটিউব এ অনেক ভিডিও পেয়ে যাবেন।
তবুও একটু ধারণা দেই, যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরী করার জন্য আগে একটি বিশ্বাস্ত সাইট থেকে ডোমেইন কিনতে হবে। কেননা প্রথমে যদি ডোমেইন কিনতে গিয়ে বাঁশ খান তাহলে তো হইছে আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ইচ্ছাটাই ওঠে যাবে।যাই হক ডোমেইন কিনার পর আপনার একটি হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে৷ তারপর হোস্টিং এর সাথে ডেমেইন জুড়ে দিতে হবে৷
পরে আপনাকে নিজের মত ওয়েবসাইটে ডিজাইন করতে হবে বা অনলাইন মার্কেট প্লেস যেমন থিম ফরেস্ট থেকে একটি থিম কিনতে পারেন নিজের পছন্দমত৷ তারপর সেটাকে হোস্টিং এ ইনস্টল করে নিতে হবে। তবে এর আগে আপনাকে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ওয়ার্ডপ্রেস কনফিগারেশনগত ডাউনলোড করে হোস্টিং এ ইনস্টল করা লাগবে৷
সেক্ষেত্রে আপনাকে কোন ফাইলে কোন কোড রাখা লাগবে সেটা হাতে কলমে আগে শিখে নিতে হবে৷
আবার আপনি যদি নিজেই নিজের সাইট বানাতে চান তাহলে আপনাকে আগে কিছু ভাষা শিখে নিতে হবে৷ যেমনঃ HTML, CSS, JavaScript, PHP ইত্যাদি ভাষা জানতে হবে।
শেষ কথাঃ
তো ওয়েবসাইট বানানোর পদ্ধতি যতটা পেরেছি বুঝাতে আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। শেষে একটা কথায় বলল আপনি কি ধরণের ওয়েবসাইট বানাতে বা তৈরি করতে চান সেই অনুযায়ী হোস্টিং নির্বাচন করতে হবে৷ আপনি সেটা নিয়ে একটু আরো রিচার্জ করে আরো জ্ঞান অর্জন করতে পারেন৷ আশা করি কিছু হলেও বুজেছেন।
Writter: Minhazur35
আপনার লেখা গুলো অনেক সুন্দর।❣️❣️❣️❣️❣️