টেলিটক সীম কেন ব্যবহার করবেন? এবং এটির কত ধরণের সীম রয়েছে ?
টেলিটক সীম কেন কিনবেন?
কিছুদিন আগে টেলিটক সীমের ব্যাপারে ফেসবুকে পোষ্ট করছিল অনেকে। কয়েকজন প্যাকেজে গুলার ব্যাপারে জানতে চেয়েছেন এবং কোন প্যাকেজর সীম কিনলে ভালো হবে, টেলিটক সীম অন্য অপারেটর থেকে সুবিধা - অসুবিধা বিস্তারিত জানতে চেয়েছেন তাদের জন্য আজকের পোস্ট।
আশা করছি টেলিটক ব্যাপারে ভুল ধারনা দূর হবে অনেকের এবং নেটওয়ার্ক সমস্যা সমাধান কিভাবে করবেন সেটাও বলবো। মনোযোগ দিয়ে পড়বেন।
টেলিটকে ৫-৬ টা প্যাকেজের সীম আছে। তারমধ্যে জনপ্রিয় এবং সাশ্রয়ী প্যাকেজ গুলো হলো : বর্ণমালা, আগামী, অপরাজিতা, স্বাগতম, শতবর্ষ, স্বাধীন প্যাকেজ ।
প্যাকেজ গুলোর বিস্তারিত -
টেলিটক সীম যারা ব্যাবহার করে তার মধ্যে বেশি User বেশি Students. আর টেলিটকে জনপ্রিয় প্যাকেজ গুলা হলো স্টুডেন্ট প্যাকেজ। Student প্যাকেজের কল-রেট এবং জিবির দাম টেলিটক অন্য প্যাকেজ থেকে দাম কম, সাশ্রয় প্যাকেজ। তারপর স্বাগতম, শতবর্ষ, অপরাজিতা, স্বাধীন বেষ্ট। 💖
১/ বর্ণমালা সীম
যারা SSC পাশ করছে। তারা সীমটি কাস্টমার কেয়ার থেকে নিতে পারবে। দাম ১০০ টাকা। সীমটি নিতে হলে আবেদন করতে হয় SSC Roll, Registration Number দিয়ে অনলাইনে / টেলিটক সীম দিয়ে যে OTP কোড দিবে সেটা দেখিয়ে সীমটি নিতে হবে।যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে কাস্টমার কেয়ার SSC Roll, Registration Number নিয়ে গেলে তারাই আবেদন করে দিবে।
✅ সুবিধা : কল-রেট ৪৫ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট, সব সময়, ১ সেকেন্ড পালস । যেকোনো এমাউন্ট রিচাজে। কোনো রেট কাটার রিচাজ করতে হয় না। এটাই বাংলাদেশের সব নিম্ন কল-রেট।
প্রতি এসএমএস চার্জ ৩০ পয়সা যেকোনো লোকাল নম্বরে।
সীম চালু করলে ৫০ টাকা রিচাজ করলে ৫০ টাকা ব্যালেন্সে থাকবে সাথে Free ৫০ মিনিট +৫০ এসএমএস +৫ জিবি Free মেয়াদ ৩০ দিন।
৩০ টাকা রিচার্জ করলেই পাবেন ৩০মিনিট, ৩০ এসএমএস এবং ৬০ এমবি ইন্টানেট, ৩০ টাকা মূল ব্যালেন্সে থাকবে, এগুলোর মেয়াদ ৩ দিন। এ অফার সব সময় জন্য । দিনে ১ বার করে নিতে পারবেন। ডেইলি ৩০ টাকা রিচাজ করলে মাস শেষে (৩০×৩০) = ৯০০ মিনিট Free পাচ্ছেন। (৬০×৩০) =১৮০০ Mb Free পাচ্ছেন। (৩০×৩০) = ৯০০ Sms Free পাচ্ছেন। মানে পুরাই টাকা উসুল লাভ য়ে লাভ। খরচ একদম কম হয় টেলিটক সীম Use করলে। 😍
✅ জিবির দাম অন্য অপারেটর থেকে অনেক কম। টেলিটক Apps আছে Use করলে বুজবেন। ১৯ টাকা ১ জিবি মেয়াদ ৩ দিন, ২৪ টাকা ১ জিবি মেয়াদ ৭ দিন, ৬২ টাকা ৩ জিবি মেয়াদ ১০ দিন, 5 GB ৯৬ টাকা মেয়াদ ১৫ দিন, ১৪৯ টাকা ১০ জিবি মেয়াদ ৩০ দিন রেগুলার এগুলা অফার শুরু। স্পেশাল অফার ও আছে সেটা বলতাছি। অন্য প্যাকেজের অফার নিতে পারবেন সমস্যা নাই। My Teletalk Apps থেকে।
২/ আগামী সীম
এ সীম নিতে হলে SSC তে A+ পেতে হয়। এবং তাদের জন্য আগামী সীম Free..কাস্টমার কেয়ার থেকে নিতে হয়।সীমটি নিতে হলে আবেদন করতে হয় SSC Roll, Registration Number দিয়ে অনলাইনে / টেলিটক সীম দিয়ে যে OTP কোড দিবে সেটা দেখাতে হবে এবং SSC Admit Card/ Marksheet দেখিয়ে সীমটি নিতে হবে।
যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে কাস্টমার কেয়ার SSC Roll, Regestation number নিয়ে গেলে তারাই আবেদন করে দিবে।
✅ সুবিধা : কল-রেট ৪৫ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট, সব সময়, ১ সেকেন্ড পালস । যেকোনো এমাউন্ট রিচাজে। কোনো রেট কাটার রিচাজ করতে হয় না। এটাই বাংলাদেশের সব নিম্ন কল-রেট।
প্রতি এসএমএস চার্জ ৩০ পয়সা যেকোনো লোকাল নম্বরে।
সীম চালু করলে ১০০ টাকা রিচাজ করলে ১০০ টাকা ব্যালেন্সে থাকবে সাথে Free ১০০ মিনিট +১০০ এসএমএস +৫ জিবি free মেয়াদ ৩০ দিন।
✅ ২৫ টাকা রিচার্জে- গ্রাহক পাবেন ফ্রি ২৫মিনিট, ২৫ এসএমএস ও ৫০ এমবি (মেয়াদ ৩ দিন) । রিচার্জকৃত ২৫ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে। সব সময় নিতে পারবেন, ডেইলি ১ বার ।
ডেইলি ২৫ টাকা রিচাজ করলে মাস শেষে তাহলে (২৫× ৩০) = ৭৫০ মিনিট Free পাচ্ছেন। (২৫×৩০) =৭৫০ Sms Free পাচ্ছেন। (৫০×৩০) = ১৫০০ Mb Free পাচ্ছেন। মানে পুরাই টাকা উসুল লাভ য়ে লাভ। খরচ একদম কম হয় টেলিটক সীম Use করলে। 😍
✅ রেগুলার অফার 1 GB @ Tk. 22 (Validity 7 Days), 5 GB @ Tk. 91 (Validity 15 Days), আরো স্পেশাল অফার আছে। অন্য প্যাকেজের অফার নিতে পারবেন সমস্যা নাই। My teletalk Apps থেকে।
৩/ অপরাজিতা
এটা শুধু মেয়েদের জন্য। ওরাই সীম নিতে পারবে। দাম ১০০ টাকা। সীম চালু করলে ৯৯ টাকা রিচাজ করলে ৯৯ টাকা ব্যালেন্সে থাকবে সাথে Free ৫০ মিনিট +৫০ এসএমএস +৫ জিবি free মেয়াদ ৩০ দিন।
সুবিধা : কল-রেট ৪৭ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬৩ পয়সা পার মিনিট, সব সময়, ১ সেকেন্ড পালস । যেকোনো এমাউন্ট রিচাজে। কোনো রেট কাটার রিচাজ করতে হয় না। এটাই বাংলাদেশের সব নিম্ন কল-রেট।
প্রতি এসএমএস চার্জ ৩০ পয়সা যেকোনো লোকাল নম্বরে। ৭৯ টাকা রিচাজ করলে ৬০ পয়সা করে কাটবে ৩০ দিন।
✅ ১ জিবি ৮ টাকা মেয়াদ ৭ দিন।( ১ম ৩মাস) যতোখুশি ততোবার। ১৯ টাকা ১ জিবি মেয়াদ ৩ দিন, ২ জিবি ৩৮ টাকা মেয়াদ ৭ দিন , ১০ জিবি ১৫৬ টাকা মেয়াদ ৩০ দিন। এগুলা রেগুলার অফার। অন্য প্যাকেজের অফার নিতে পারবেন সমস্যা নাই। My teletalk Apps থেকে।
৪/ স্বাগতম সীম
এটা সবাই নিতে পারবে। দাম ১০০ টাকা। প্রত্যেক বাজারে ২/১ জন করে টেলিটক রিটেলার থাকে তাদের থেকে নিতে পারবেন।
✅ সুবিধা : কল-রেট ৪৭ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬৩ পয়সা পার মিনিট, সব সময়, ১ সেকেন্ড পালস । যেকোনো এমাউন্ট রিচাজে। কোনো রেট কাটার রিচাজ করতে হয় না। এটাই বাংলাদেশের সব নিম্ন কল-রেট। ৭৯ টাকা রিচাজ করলে ৬০ পয়সা কল-রেট ৩০ দিন পাওয়া যায়।
প্রতি এসএমএস চার্জ ৩০ পয়সা যেকোনো লোকাল নম্বরে।
জিবির দাম প্রায় একই। সীম চালু করলে ৯৯ টাকা রিচাজ করলে ৯৯ টাকা ব্যালেন্সে থাকবে সাথে Free ৫০ মিনিট +৫০ এসএমএস +৫ জিবি free মেয়াদ ৩০ দিন।
৫/ শতবর্ষ
এটা সবাই নিতে পারবে। সীম Free..১০০ টাকা রিচাজ করতে হবে, ১০০ টাকা ব্যালেন্সে থাকবে, সাথে free 17 Gb+ 100 Sms+ 100 minute মেয়াদ ৩ মাস।
প্রত্যেক বাজারে ২/১ জন করে টেলিটক রিটেলার থাকে তাদের থেকে নিতে পারবেন।
✅ সুবিধা : কল-রেট ৪৭ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬৩ পয়সা পার মিনিট, সব সময়, ১ সেকেন্ড পালস । যেকোনো এমাউন্ট রিচাজে। কোনো রেট কাটার রিচাজ করতে হয় না। এটাই বাংলাদেশের সব নিম্ন কল-রেট।
✅ প্রতি এসএমএস চার্জ ৩০ পয়সা যেকোনো লোকাল নম্বরে।
৭৯ টাকা রিচাজ করলে ৬০ পয়সা কল-রেট ৩০ দিন পাওয়া যায়। জিবির দাম প্রায় সেইম।
৫/ স্বাধীন সীম
এটা সবাই নিতে পারবে। দাম ১৫০ টাকা। প্রত্যেক বাজারে ২/১ জন করে টেলিটক রিটেলার থাকে তাদের থেকে নিতে পারবেন।সাথে Free 71 GB Free!
স্টার্টআপ অফারঃ
- সিমের মূল্যঃ ১৫০ টাকা (সকল চার্জ অন্তভূর্ক্ত) ।
- ফ্রি ডাটাঃ ১ জিবি (মেয়াদঃ ৭ দিন) ।
- প্রি-লোডেড ব্যালেন্সঃ ৫ টাকা (মেয়াদঃ ৩০ দিন) ।
- প্রথম রিচার্জ অফারঃ
- বায়োমেট্রিকভাবে সিম অ্যাক্টিভ করার পর প্রথম ৪৮ টাকা রিচার্জে গ্রাহক পাবেন-
- ৪০ টাকা মূল ব্যালেন্স ।
- ফ্রি ১০ জিবি ডাটা (মেয়াদঃ ৭দিন) ।
- ১২ মিনিট টকটাইম (যেকোনো লোকাল অপারেটরে/ মেয়াদঃ ৭ দিন) ।
উক্ত অফার গ্রাহক লাইফ টাইমে একবারই প্রাপ্য হবেন।
রিচার্জে ফ্রি অফারঃ প্রতি ৩০ দিনে একবার (সর্বোচ্চ ১২ বার) ১০০ টাকা রিচার্জে গ্রাহক পাবেন-
- ১০০ টাকা মূল ব্যালেন্স ।
- ফ্রি ৫ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) ।
- অফারটি শুধুমাত্র রিচার্জে পাওয়া যাবে।
তবে কল-রেট বেশি ৯০ পয়সা পার মিনিট । যারা এটা নিবেন ১২ মাস অফার নেওয়ার পর মাইগেট করে শতবর্ষ/ স্বাগতম প্যাকেজে চলে আসবেন। কল-রেট কম পাবেন। শতবর্ষে মাইগেট করতে S100 লিখে 888 এ মেসেজ দিবেন। মাইগেট হয়ে যাবে ৭২ ঘন্টার মধ্যে। বতমান প্যাকেজ জানতে P লিখে 154 মেসেজ দিলে মেসেজ আসবে।
✅ যারা Student আছে তারা বণমালা / আগামী প্যাকেজের সীম নিবেন। এ ২টা বেষ্ট প্যাকেজ। অন্য সবাই শতবর্ষ, স্বাগতম প্যাকেজের সীম নিবেন। Students প্যাকেজের পর ট ২টা প্যাকেজ বেষ্ট। এছাড়া প্যাকেজ মাইগেট করতে পারেন মানে চেন্জ করতে পারবেন। টেলিটক পেইজে মেসেজ দিলে তারা বলে দিবে।
এবার আসি মূল কথায়
✅ টেলিটক স্পেশাল জিবি যেগুলা সব প্যাকেজে নেওয়া যায় : ১৭ টাকা ২ জিবি মেয়াদ ১৫ দিন, ১৯ টাকা ১ জিবি মেয়াদ ৩ দিন, ৩ জিবি ৪৪ টাকা মেয়াদ ৫ দিন, ৭০ টাকা ৪ জিবি মেয়াদ ১০ দিন, ৯৭ টাকা ১২ জিবি মেয়াদ ৭ দিন, ১৪৯ টাকা ১০ জিবি মেয়াদ ৩০ দিন, ১৪৯ টাকা ১০ জিবি মেয়াদ ৩০ দিন, ২৮৩ টাকা ৩০ জিবি মেয়াদ ৩০ দিন, ১৫৯ টাকা ২৫ জিবি মেয়াদ ১৫ দিন, ২বার করে নিলে ৩১৮ টাকা ৫০ জিবি মেয়াদ ৩০ দিন, ৩০৯ টাকা ২৬ জিবি মেয়াদ আনলিমিটেড। এসব অফার My Teletalk apps এ পাবেন। এসব দামে অন্য কেউ দিবে না, এতো কমে রেগুলার অফার।
মিনিটের রেট কল-রেট তাই মিনিট কিনার দরকার নাই।
✅নেটওয়ার্ক সমস্যা হলে 3G use করবেন.4G thake 3G stable..Speed বেশি অনেক এরিয়াতে প্রথমে ১২১/ 01500121121 অভিযোগ দিন, তারপর grs@teletalk.com.bd এই ইমেইলে একটা অভিযোগ দিয়ে রাখবেন, তারপর ৩ দিনের ভিতর সমস্যার সমাধান না পেলে BTRC তে ১০০ তে অভিযোগ দিবেন। (Toll free), আশা করছি টেলিটক কতৃপক্ষ একটা পদক্ষেপ গ্রহন করিবে। ৩ টা Step এ অভিযোগ দিলে কাজ হবে সমাধান হবে স্থায়ী ভাবে।
ছাত্র-ছাত্রীদের কোনটি বেস্ট?
✅ যারা Student আছে তারা বর্ণমালা / আগামী প্যাকেজের সীম নিবেন। এ ২টা বেষ্ট প্যাকেজ। অন্য সবাই শতবর্ষ, স্বাগতম প্যাকেজের সীম নিবেন। Students প্যাকেজের পর ট ২টা প্যাকেজ বেষ্ট। এছাড়া প্যাকেজ মাইগেট করতে পারেন মানে চেন্জ করতে পারবেন। টেলিটক পেইজে মেসেজ দিলে তারা বলে দিবে।
ছাত্র-ছাত্রীরা কেন টেলিটক নিবেন?
✅ জিপি, রবি- এয়ারটেল, বাংলালিংক যে অবস্থা স্টুডেন্ট এর জন্য সিমটা মোটেই উপযোগী নয়। রেগুলার Use এর জন্য কম টাকায় ভালো অফার নাই। একজন স্টুডেন্ট এর পক্ষে এসব অপারেটর এর সিমের কলরেট বা ডাটার বার বহন করা সম্ভব না। তাদের চার্জ অনেক বেশি।
কিভাবে ছাত্র-ছাত্রীরা সঠিক উপায়ে ব্যবহার করবে?
আমরা যারা Student আছি। আমি মনে করি টেলিটক নেট সমস্যা হলেও , যেখানে টেলিটক নেটওয়ার্ক 3G/4G আছে সেখানে টেলিটকই বেষ্ট। সেটা জিবি Use করা হোক বা কথা বলার জন্য হোক। ওভার ওল সাশ্রয়ী প্যাকেজ। কলরেট সুবিধা অনেক ৪৫ পয়সা পার মিনিট + ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট সব সময়, Any amount recharge এ। সব চেয়ে মজার বিষয় হলো যেকোনো এমাউন্ট রিচাজে ব্যালেন্সের মেয়াদ ২০৩৬ সাল পযন্ত! 😂 প্রতি মাসে ব্যালেন্সের মেয়াদ বাড়ানোর জন্য রিচাজ করা লাগে না এটা অনেক ভালো লেগেছে , জিবির দাম ও অন্য অপারেটর থেকে অনেক কম!
সবচেয়ে মজার বিষয় হলো Maximum এরিয়াতে অন্য অপারেটর 4G থেকে টেলিটক 3G Speed বেশি। 🐸
সবার উচিত যেখানে টেলিটক নেটওয়ার্ক কাভরেজ 3G/4G আছে টেলিটক Use করা কম টাকায় সব সময় ভালো কিছু অফার করে , এখন সব মোবাইলে ২টা সীম চালানোর অপশন থাকে, So You Can Try It, মাস শেষে অনেক টাকা আপনারই বাঁচবে। 🤠
এতোক্ষন কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। 💖
মাধ্যম: ফেসবুক